নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: এখন থেকে অনলাইন শপ কিকশা ডটকমে পাওয়া যাবে সিঙ্গারের পণ্য। সম্প্রতি সিঙ্গার বাংলাদেশ এবং জিরো গ্রোভিটি ভেনচার একটি চুক্তি স্বাক্ষর করেছে।
জিরো গ্রোভিটি ভেনচার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ প্রতিষ্ঠাতা জিসান কিংশুক হক এবং সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরোজ সিঙ্গার কর্পরেট অফিসে তাদের নিজ নিজ প্রতিষ্ঠান এর পক্ষ থেকে চুক্তি সাক্ষর সম্পাদন করেন।
জিরো গ্রোভিটি ভেনচার বর্তমানে সিন্দাবাদ ডটকম এবং কিকশা ডটকম নামে দুটি ই কমার্স প্রতিষ্ঠানের মালিক।