যশোর,বর্তমানকণ্ঠ ডটকম: যশোরে সেলিনা বেগম (৪৮) নামে দুই সন্তানের জননীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। সোমবার বিকালে সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নিজ বাড়ির ঘরের মেঝে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত সেলিনা বেগম সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের মৃত হাসেম আলীর মেয়ে।বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই জাফর আহম্মেদ জানান, সেলিনা স্বামী পরিত্যাক্তা। তিনি পিতার বাড়িতে একাই থাকতেন। তার ছেলে বাগেরহাটে থাকে। মেয়ের বিয়ে হয়ে গেছে। রবিবার রাতে কে বা কারা তাকে ঘরে ঢুকে মুখের ভিতর কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এসআই জাফর আহম্মেদ আরও জানান, ওই বাড়িতে সেলিনা একা থাকায় হত্যার বিষয়ে বুঝতে দেরি হয়। সোমবার দুপুরের দিকে প্রতিবেশিরা তার কোন সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখেন খাটের নিচে ঘরের মাটিতে পড়ে রয়েছেন। তার মুখের ভিতর কাপড় ঢুকানো। শরীরে সিগারেটের স্যাকা রয়েছে। তবে কী কারণে হত্যাকান্ডেের ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। এসআই জাফরের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। এ বিষয়ে নিশ্চিত হতে ডাক্তার আলামত সংগ্রহ করেছে।
এদিকে হত্যাকান্ডের কারণ সম্পর্কে এলাকাবাসীর ভাষ্য, সেলিনার সাথে জমি নিয়ে স্থানীয় একটি মহলের বিরোধ রয়েছে। এনিয়ে এলাকাবাসী ও পুলিশ সালিশ করেছে। কিন্তু বিরোধ নিষ্পত্তি হয়নি। এ ঘটনার জের ধরে হত্যাকান্ড ঘটতে পারে।