
বাহার উদ্দিন বকুল, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : – আজ ১৪ ডিসেম্বর, বুধবার সকালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মাধ্যম-এ।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদ চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, সদস্য ইয়াহিয়া চৌধুরী, অধ্যক্ষ ড. আবদুল বাকী, উপ্যাধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ূমসহ শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং তা অর্ধনমিত করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় চেয়াম্যান কাজী নেয়ামুল বশির বলেন, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী তথা নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের চেতনায় বেড়ে উঠতে হবে। স্বাধীনতা যুদ্ধের পটভূমি, রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধের ইতিহাস এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এসব জানার জন্যে ইতিহাস পড়তে এবং অগ্রজদের সাথে আলোচনা করতে ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।
অধ্যক্ষ ড. আবদুল বাকী স্বাধীনতা যুদ্ধের বিজয়ের উষালগ্নে হানাদার বাহিনী ও তাদের দোষররা জাতির মেধা বীসন্তানদের নির্মম ভাবে হত্যা করে, যা জাতির জন্যে অপূরণীয় ক্ষতির। আজকের ছাত্র ছাত্রী আগামী দিনে দেশের কর্ণধার, তাই তাদেরকে অবশ্যই মেধাবী হিসেবে গড়ে উঠতে হবে এবং তারা দেশ পরিচালনায় সাহসী ভূমিকা পালন করবে। তিনি বলেন, ইংরেজি মাধ্যম স্কুল হলে ও তাঁর প্রতিষ্ঠান জাতীয় দিবস সমূহ মর্যাদার সাথে পালন করেন, যাতে ছাত্র ছাত্রীরা দেশের ইতিহাস-ঐতিহ্য বিষয়ে সম্যকজ্ঞানলাভ করে, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়।
বিদ্যালয়ের শিক্ষক কায়কোবাদের পরিচালনায় শাহাদৎ বরণকারী বুদ্ধিজীবী এবং সকল শহীদ গণের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মহিউর রহমান।