শ্রীঅরবিন্দ ধর, বর্তমানকন্ঠ ডটকম : বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করে স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের আত্মোৎসর্গের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে মহান বিজয় দিবস-১৬ আজকে দিনব্যাপী আয়োজনে নেত্রকোনা জেলাপ্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে আনন্দঘন পরিবেশে মেতে উঠেছে। জেলাপ্রশাসক ড, মোঃ মুশফিকুর রহমানের আমন্ত্রনে জেলাবাসী সুধী -সাংবাদিক -সচেতন মহল সহ স্বাধীনতা পক্ষের আমজনতা ও বিজয় উল্লাস আনন্দে অংশ নিয়েছে। কর্মসূচীতে রয়েছ -প্রভাতে ৩১ বার তোপধ্বনি, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক পুষ্পস্তবকে স্বজ্জিত করন, জেলার সকল গুরুত্ববহ কার্যালয় -বাসভবন -শিক্ষাঙ্গন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা সহ পতাকা দিয়ে প্রধান -প্রধান সড়ক স্বজ্জিত করণ। সকাল ৮ টায় জেলাপ্রশাসনের সকল দপ্তরসহ শিক্ষাপ্রতিষ্ঠান ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের, কুচকাওয়াজ, মার্চপাষ্ট, শরীরচর্চা,ও ডিসপ্লে প্রদর্শন।
১১ -৩০ মিঃ বীর মুক্তিযোদ্ধা ওশহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা ওচলচ্চিত্র প্রদর্শন।দুপুরে সন্ত্রাস -জঙ্গিবাদ তৎপরতা রুখতে জনমত গড়ে তুলতে আলোচনা এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশ্বশান্তি লক্ষ্যে মোনাজাত ওপ্রার্থনা। হাসপাতাল, জেলখানা ও দরীদ্র শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন। শিশু -কিশোরদের মেধা বিকাশের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রবীনদের হাঁটা প্রতিযোগিতা, প্রীতিফুটবল খেলা। অবশেষে সন্ধায় আলোকসজ্জা -মুক্তিযুদ্ধ বিষয়ক প্রমানচিত্র প্রদর্শনীর পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।