জোহরুল ইসলাম,বর্তমানকণ্ঠ ডটকম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৪৬তম বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ, প্রত্যুষ্যে নাচোল থানায় ৩১বার তোপধ্বনি, সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তলন, সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান করা হয়।,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মানীয় সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল সরকারী ডিগ্রী কলেজের (ভারপ্রপ্ত কর্মকর্তা) হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, , ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ও জান্নাতুন নাইম মুন্নী , নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন সহ প্রমুখ। অন্যদিকে বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত করা হয়। সন্ধা ৬টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এদিকে ডিসপ্লে প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারী খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয় ও দ্বিতীয় স্থান অধিকারী পাঠশালা এবং ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্থানীয় সংসদ সদস্য মুহাঃ-গোলাম মোস্তফা বিশ্বাস ৩হাজার টাকা করে ৬ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন।