
তিনি বলেন, সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এখন দ্রুতই সম্প্রসারিত হচ্ছে যা গত ৪০ বছরেও সম্ভব হয়নি । এরই মধ্যে সৌদি আরবের পাঁচটি বৃহত কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে প্রয়োজনীয় কার্য্যক্রম সম্পন্ন করছে ।
অনুষ্ঠানে সৌদি প্রবাসী বাংলাদেশি ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মী, সৌদি আরবে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এদিন সকালে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাসের বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ। পরে বিজয়ের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কনস্যুলাররা।
আলোচনায় অংশ নেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম ফিরোজ, রিয়াদ আওয়ামী লীগ সভাপতি সালাহউদ্দিন আহমেদ ফারুক, সিনিয়র সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলী নূর, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. নিয়াজ মো. খান, সভাপতি ডাঃ কাজী মাসুদুর রহমান, আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব, কিং সউদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম, মো. মামুনুর রশীদ, রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পর্ষদ চেয়ারম্যান ডা. আবুল বাশার, মো. নূরুজ্জামান, জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান কাজল, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সাঃ সম্পাদক আলী নূর রনী, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান, রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাজিমউদ্দিন, জাকের পার্টির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ জিন্নাহ প্রমূখ ।
অনুষ্ঠানে সম্প্রতি রিয়াদে আমেরিকান এক্সপ্রেস টি২০ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে বিজয় লাভকারি গ্রীন বাংলা ক্রিকেট টিমকে দূতাবাসের পক্ষ থেকে বিশেষ সম্মানা দেওয়া হয়। গ্রীন বাংলা ক্রিকেট টিম তাদের অর্জিত সম্মান বিজয়ী ট্রপি রাষ্ট্রদূতের হাতে তুলে দেন দূতাবাসে সংরক্ষনের জন্য । এ সময় গ্রীন বাংলা টিমের সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কার্যালয় প্রধান মো. মনিরুল ইসলাম।