হবিগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে অনিক সরকার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার উপজেলার সুবিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি একই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের অজিত সরকারের ছেলে।
অনিকের পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাজিব মিয়া জানান, অনিক তার মায়ের সঙ্গে একই উপজেলার সুবিদপুরে ফুফুর বাড়িতে পুজা দেখতে আসে। শনিবার সকালে সবার অগোচরে সে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।