মুন্সীগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর তীরে দোসরপাড়ায় লালন সাঁই বটতলায় দুই দিনব্যাপী লালন উৎসব শেষ হয়েছে। শনিবার ভোরে এ উৎসব শেষ হয়।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে ১২তম বাৎসরিক সাধুসঙ্গের উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। উৎসবকে ঘিরে দোসরপাড়ার বটতলা সাধুগুরু, বাউলশিল্পী ও ভক্ত অনুসারীদের মিলনমেলায় পরিণত হয়। দুই দিনের এ উৎসবের আয়োজন করে পদ্মহেম ধাম।
এ ব্যাপারে পদ্মহেম ধাম লালন সাঁই বটতলার সভাপতি কবির হোসেন জানান, লালন উৎসবে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়াসহ দেশ-বিদেশের শতাধিক সাধুগুরু ও বাউলশিল্পী। এবারের সাধুসঙ্গে দুই দিনে কমপক্ষে ৩০ হাজার ভক্ত ও লালনপ্রেমীর সমাগম ঘটে।