নিউজ ডেস্ক: শেরপুরের শ্রীবরদীতে সাব রেজিস্টার না থাকায় দীর্ঘদিন যাবত ভারপ্রাপ্ত রেজিস্টার দিয়ে চলছে সাব রেজিস্টার অফিস। এতে ভোগান্তির স্বীকার হচ্ছেন ভূমি ক্রয়-বিক্রেতারা। গুরুত্বপূর্ণ এই পদটি প্রায় দুই বছর যাবত শূন্য থাকায় দেখা দিচ্ছে নানা জটিলতা। ভূক্তভোগি ও সাব রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, শ্রীবরদী সাব রেজিস্টার অফিস থেকে ২০১৫ সালের ২৬ জুলাই দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্টার আমিনুর রহমান বদলি হয়ে চলে যান অন্যত্র। এরপর থেকে আর কোন সাব রেজিস্টার এ অফিসে যোগদান করেননি। ফলে শূন্য হয়ে পড়ে সাব রেজিস্টার পদটি। এ শূন্য পদটির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে আসছেন ঝিনাইগাতি উপজেলা সাব রেজিস্টার আব্দুর রহমান ভুঁইয়া। তবে তিনি অফিস করেন সপ্তাহে রবি ও সোমবার দুইদিন। বাকি তিন দিন বন্ধ থাকে দলিল রেজিস্ট্রির কাজ। এ দু’দিনে দলিল হয় এক থেকে দেড়’শ। এ দু’দিন অফিস চলে সকাল থেকে রাতভর। এতে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা ক্রেতা-বিক্রেতা ও ভূমি সংক্রান্ত লোকজন প্রতি নিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সম্প্রতি কথা হয় জমি ক্রেতা-বিক্রেতা, ষ্টাম্প বিক্রেতা ও দলিল লেখক সমিতির কর্মকর্তাদের সাথে। তারা বলেন, নিয়মিত সাব রেজিস্টার না থাকায় আমরাসহ জনগণও চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। দ্রুত এই শূন্য এ পদে একজন সাব রেজিস্টার নিয়োগের দাবী তুলেছেন তারা।