
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডঠকম, সৌদিআরব : সৌদি আরবে রিয়াদে একটি হোটেলে জনাকীর্ণ এক সভার মধ্য দিয়ে রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটির পূর্ণগঠন ও নাম ঘোষনা করা হয়। আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব এর সঞ্চালনায় যৌথ সভার সভাপতি ছিলেন আওয়ামী পরিষদের সহ-সভাপতি গাজী সইদুর রহমান ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সম্মনিত সদস্য শফিকুল আলম ফিরোজ।
দীর্ঘ আলোচনার পর প্রধান অতিথি বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন । সভাপতি নির্বাচিত করা হয় ডাঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে । সি.সহ-সভাপতি নির্বাচিত হন ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম ও মোঃ রইছুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সন্মানিত সদস্য শফিকুল আলম ফিরোজ।
একই সভায় রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি নির্বাচিত হন মোহাম্মাদ আলী নূর এবং সাধারন সম্পাদক এম আর মাহবুব, সহ-সভাপতি নির্বাচিত করা হয় সিআইপি সাইদ আহম্মেদ জসিমউদ্দিন, ব্যবসায়ী আশরাফ আকন্দকে, প্রচার সম্পাদক নির্বাচিত হন রিয়াদ মহানগর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক হুমায়ন কবির (হুকুম আলী)।
এরপর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবগঠিত কমিটির সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানটির যৌথ আয়েোজনে ছিলেন রিয়াদ কেন্দ্রিয় যুবলীগ, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগ, রিয়াদ কেন্দ্রিয় জাতীয় শ্রমিকলীগ। এছাড়াও রিয়াদ আওয়ামী পরিবারের বিপুল সংখ্যাক নেতা কর্মি ও সমর্থকরা সভায় উপস্থিত ছিলেন।