
আব্দুল কাইয়ুম, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : গতকাল রাতে প্রবাসীদের প্রচলিত ব্যয় বহুল রাজনৈতিক চর্চার বিপরীতে সাদাসিধে ও ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল রিয়াদে আজিজিয়া শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কর্তৃক আয়োজিত কর্মী সভা-২০১৬ইং। সংগঠনের আহ্বায়ক-জামাল হোসেন দাড়িয়া’র সভাপতিত্বে কর্মী সভা’য় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলা শাখা’র সভাপতি, আব্দুল কাইয়ুম, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন – স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলা শাখা’র সহ-সভাপতি – লিটু মোল্লা, বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন, যথাক্রমে স্বেচ্ছাসেবকলীগ রিয়াদ জেলা শাখা’র যুগ্ন সাধারণ সম্পাদক – ইশতিয়াক হোসেন তানিম, ও সাংগঠনিক সম্পাদক-মাসুম আলী খান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলা শাখার সম্পাদক আইন বিষয়ক সম্পাদক সেলিম মৃধা, পাঠাগার সম্পাদক আসাদ বেপারী, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক-মাসুদ মাতবর, সহ ত্রান-দূর্যোগ ব্যবস্হাপনা সম্পাদক-ওছিকুর দাড়িয়া, মানবধিকার সম্পাদক জিয়া মোল্লাসহ মানবধিকার সম্পাদক শওকত দাড়িয়া, সাংস্কৃতিক সম্পাদক রুবেল দাড়িয়া ।
কর্মী সভায় বক্তারা সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিক নির্দেশনা মুলক আলোচনা করে সার্বিকভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন । প্রধান বক্তা লিটু মোল্লা বলেন- সেবা শান্তি প্রগতি’র পতাকাবাহী সংগঠন স্বেচ্ছাসেবকলীগকে শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জননেতা এডঃ মোল্লা মোঃ আবু কাওছার ভাইয়ের নেত্বৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ । প্রধান অতিথিঃ আব্দুল কাইয়ুম বলেন-চলমান রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্যাপক হারে বেড়েই চলেছে দলীয় পদবীর অপ-ব্যবহার করে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার স্বার্থে দলীয় নেতা কর্মীদের অভ্যন্তরীণ নানান কলহ ও কোন্দল। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল যে, এই কলহ-কোন্দলে জড়িত সুবিধাবাদী নেতারা দলীয় আদর্শের বিপরীতে ক্রমান্বয়ে তাদের ব্যক্তি আদর্শকে প্রতিষ্টা করে চলেছেন। এবং তারই যৌক্তিক কারনে বাংলাদেশের ঐতিহ্যবাহী দল আওয়ামীলীগের অদূর ভবিষ্যত এখন হুমকির মুখে বলে মনে করেন তিনি । জাতির জনক বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা’র প্রতি জোর দাবী জানান, যেন অভিলম্বে দেশব্যাপী বিস্তৃত ঐ সমস্ত নেতাদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানের ব্যবস্হা করা।
এছাড়াও রিয়াদ আজিজিয়া শাখা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কর্মী সভার সভাপতি জামাল হোসেন দাড়িয়া বলেন, স্বেচ্ছাসেবকলীগ রিয়াদ জেলা শাখা’র সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারন সম্পাদক এম আর এইচ ভুঁইয়া রফিকের মত তরুন প্রজন্মের নেতাদের সাথে দলীয় কাজে আমরা আজিজিয়া শাখার সকল নেতা কর্মীরা সব সময় পাশে থাকবো। এবং তাদের নেতৃত্বের প্রতি আমাদের সম্পূর্ন আস্থা আছে ও থাকবে । কারন, রিয়াদের আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে তারাই পেরেছেন দলীয় গঠনতন্ত্রে উল্লেখিত একটি সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতির উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে কেন্দ্র হতে জেলা শাখা’র অনুমোদন নিতে। রিয়াদ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত অনান্য নেতৃবৃন্দগনের প্রতি আজিজিয়া শাখা কমিটির অনুমোদন দেওয়ার জোর দাবী জানিয়ে ও সবাইকে নৈশ ভোজে অংশ গ্রহন করার অনুরোধ করে সভা সমাপ্ত করেন ।