
শেখ শফিকুর রহমান, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেদ্দার ঐতিহ্যবাহী সংগঠন ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগ। ৩১ ডিসেম্বর শনিবার রাতে জেদ্দার সরাফিয়া ইমপেলা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্র নেতা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ হোসেন চৌধুরী. সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মেজবাহউদ্দীন ভূঁইয়া নয়নের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এম এ কাসেম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি এলিন ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ, সহসভাপতি মীর কাসেম মজুমদার, সহসভাপতি আবুল বাশার ইসলাম, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভূঁইয়া টিপু, বাংলাভিশনের সাংবাদিক সোহেল রানা, দেলোয়ার হোসেন মোল্লা, মিজানুর রহমান, জাবেদ মুন্না প্রমুখ।অনুষ্ঠানে জেদ্দার আওয়ামী পরিবারের নেতা কর্মী ও সামাজিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন ।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ।