লক্ষন বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামে প্রবাসী মাহবুবুর রহমান (২৪) কে ছুরিকাঘাত করে নগদ টাকা ও স্বর্ণের জিনিস ছিনতাই করেছে ছিনতাইকারীরা। আজ বৃহস্পতিবার বিকেলে বাগহাটা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় বাগহাটা গ্রামের মজিবুর রহমানের পুত্র মাহবুবুর রহমান বিয়ে করার জন্য মালয়েশিয়া থেকে দেশে আসে। মাহবুব দুপুরে তার আত্মীয় ফুপা মজিবুর রহমানের কাছ থেকে পাওনা ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা আনার জন্য গেলে সে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে একই গ্রামের মতলিব এর পুত্র আমান, আল-আমিনসহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জন ছিনতাইকারী তার পথে গতিরোধ করে। তার কাছে টাকা চাইলে সে না দিলে, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ৫২,৪৭০/- টাকা ও দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। মাহবুবের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত মাহবুবকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতের পরিবার এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।