অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় বাহাদুর আলী খান(৭৬) নামে এক প্রবীণের মৃত্যু হয়েছে। তার বাড়ি পাশ্ববর্তী লালপুর উপজেলার কদমচিলান ভুঁইয়াপাড়া গ্রামে এবং পিতার নাম মৃত আদম আলী খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই প্রবীণ সড়ক পার হতে গেলে পাবনা থেকে বনপাড়াগামী একটি কালো রংয়ের হাইয়েস ব্রান্ডের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ট-১৩-০৮৯৫) পেছন দিক থেকে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি সনাক্ত করার চেষ্টা চলছে।