
আব্দুল কাইয়ুম, বর্তমানকন্ঠ ডটকম, সৌদিআরব : স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলা, রিয়াদ প্রবাসী গোপালগন্জ জেলা, রিয়াদ আজিজিয়া শাখা’র যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও রিয়াদ প্রবাসী গোপালগন্জ স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখা’র বর্ণাঢ্য অভিষেক-২০১৭ অনুষ্ঠিত । গত ১২ জানূয়ারি ২০১৭ ইং রোজ বৃহষ্পতিবার ছুটির রাতে রিয়াদের অতি সুপরিচিত কমিউনিটি সেন্টার নোভাতে রাত ১০ টায় রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দূল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম ভুইয়া। রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম আর এইচ ভুইয়া রফিকের প্রানবন্ত উপস্হাপনায় মুল অনুষ্ঠানের শুরুতেই সমবেত সকলে জাতীয় সংগীত পরিবেশন করেন । এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভার শুরূতে বক্তব্য রাখেন রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল দাড়িয়া । আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাম্মণবাড়ীয়া নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগ সদস্য তানজিম আহমেদ সোহাগ, বিজয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা সাইমন হোসেন, মাদারীপুর স্বেচ্ছাসেবক লীগের সদস্য -আব্দুল হালিম ও মনসুর মুন্সি, রিয়াদ জেলা শাখা’র ত্রান ও দূর্যোগ ব্যবস্হাপনা বিষয়ক সম্পাদক-মাসুদ মাতবর, পাঠাগার বিষয়ক সম্পাদক-আসাদ বেপারী, মানব সম্পদ বিষয়ক সম্পাদক: শওকাত দাড়িয়া, গোপালগন্জ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিয়া মোল্লা, সহ সভাপতি-সেলিম মৃধা,উপদেষ্টা ফেরদৌস মোল্লা,ও সাধারন সম্পাদকঃ আশরাফুল খান,রিয়াদ আজিজিয়া শাখা’র যুগ্ন আহবায়ক মোরছালিন শেখ ও আহবায়ক জামাল হোসেন দাড়িয়া, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক শাহজাদা আরমান, সাংগঠনিক সম্পাদক:মাসুম আলী খান, হানিফউদ্দিন খসরু,যুগ্ন সাধারন সম্পাদকঃ ইশতিয়াক হোসেন তানিম,রিয়াদ গোপালগন্জ জেলা শাখা সভাপতি লিটন হোসেন লিটু ,ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিয়াদ নাসিম শাখা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান, রিয়াদ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদকঃ মাঈনুদ্দীন চৌধুরী, বক্তারা রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেত্বৃত্বের প্রতি আস্হা প্রকাশ করে বলেন, রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেত্বৃত্বে জাতীয় নির্বাচনে দলের জন্য সবাই এখন থেকেই ঐক্যবদ্ব হয়ে কাজ শূরু করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঊক্ত অনুষ্ঠানে রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের ভূয়সী প্রশংসা করে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ভুইয়া বলেন- বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা অতীতের ন্যায় প্রবাসে থেকেই দেশে আমাদের পরিবার পরিজনসহ সবাইকে এখন থেকেই বূঝাতে হবে, যাতে করে সবাই নৌকা মার্কার পক্ষে কাজ করেন । বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার হাত আরো দ্বিগুন শক্তিশালী হয়।
অনূষ্ঠানের সভাপতি ও রিয়াদ জেলা সভাপতি আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবকলীগ রিয়াদ প্রবাসী গোপালগঞ্জ জেলা শাখার- লিটন হোসেন লিটুকে সভাপতি ও আশরাফুল খানকে সাধারন সম্পাদক করে ১০১সদস্যের অনূমোদিত কমিটি হস্তান্তর করেন। এবং স্বেচ্ছাসেবকলীগ রিয়াদ আজিজিয়া শাখার -জামাল হোসেন দাড়িয়াকে আহবায়ক ও মোরছালিন শেখকে যুগ্ন আহবায়ক করে অনুমোদিত আহবায়ক কমিটি হস্তান্তর করেন। এবং মজাদার খাবার ও মনোমূগ্ধকর এক সংঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।