
টুটুল সভাপতি- রানা সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: সোমবার ১৬ জানুয়ারী দুপুরে চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে রামনারায়নপুর স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহ উদ্দিন সুমন, যুগ্ম আহবায়ক রাজিব হোসেন রাজু, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক নুর উদ্দিন উজ্জল, যুগ্ম আহবায়ক স্বপন পাটোয়ারী, ছাত্রলীগ নেতা সাঈদ মোহাম্মদ তুষার, ফজলে রাব্বি যুবরাজ, রিমন, মিঠু, জসিম প্রমুখ। আলোচনা সভা শেষে সাইফুল ইসলাম টুটুলকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এদিকে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন, যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর নওশাদুল করিম, এ কে এম এমরুল চৌধুরী রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান তপদার, জুলিয়াদুল করিম, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য নাজমা আক্তার, যুবলীগ নেতা আবদুল করিম, ওমর ফারুক কনক প্রমুখ।