মনিরুল ইসলাম,বর্তমানকণ্ঠ ডটকম :‘আত্ম মানবতার সেবায় আমরা’ এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে সিটিজেন প্রোগ্রাম ফর হিউম্যান ডেভলপমেন্ট (সিপিএইচডি)’র উদ্যেগে স্বেচ্ছায় ময়লা আবর্জনা পরিস্কার কর্মকান্ড অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে সাপাহার সরকারী ডিগ্রী কলেজ জামে মসজিদ সংলগ্ন প্রাচীরের আশ-পাশে থাকা ময়লা আবর্জনা নিজ উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্ন করেছেন উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহাদ ফারভেজ বসুনীয়া, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী,সাপাহার রিপোর্টাস ফোরামের সভাপতি হাফিজুল হক, সিপিএইচডি’র জেলা সমন্বয় কারী মোহাম্মদ আলী, পত্নীতলা উপজেলা সমন্বয়কারী শাহীন আলম,সাপাহার উপজেলা সমন্বয়কারী দেলোয়ার হোসেন,সদস্য নিয়াজ মোর্শেদ সাগর সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সাপাহার উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্ন সহ উন্নয়ন মুলক কর্মকান্ড করাই হচ্ছে এ প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য।