মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরে একটি নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে শহিদুল্লাহ (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের বোর্ডবাজার হাজীরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল্লাহর লাশ টঙ্গী সরকারি হাসপাতালে রাখা হয়েছে।
ভবনের কেয়ারটেকার জেসমিন আক্তার জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনের সাততলার বাইরে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান শহিদুল। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ পারভেজ হোসেন জানান, তাকে মৃতাবস্থায় আনা হয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, শহীদুল্লাহর নিহত হওয়ার খবর টঙ্গী হাসপাতাল থেকে জানানো হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় দুপুর পর্যন্ত জানা যায়নি।