লামা: পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে বান্দরবানের লামায় পাহাড়িকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ বন্ধ করে দিল পাহাড়ি সন্ত্রাসীরা। শুক্রবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় অস্ত্রধারী ১৫/২০ জন পাহাড়ি সন্ত্রাসী প্রকাশ্যে এই চাঁদা দাবী করেছে বলে জানায় উন্নয়ন কাজের হেডমিস্ত্রি ফজল হক।
এ সময় চাঁদাবাজরা নিজেদেরকে জেএসএস গ্রুপের সদস্য বলে দাবী করে। এদিকে খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনীর ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে আলীকদম সেনা জোনের কমান্ডার লেঃ কর্ণেল সারোয়ার হোসেন নিশ্চিত করেন।
হেড মিস্ত্রি বলেন, ‘সন্ত্রাসীরা একমাস আগে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেছিল। চাঁদা না দেয়ায় শুক্রবার বেলা সাড়ে ১২টায় ইউনিফর্ম পরিহিত অস্ত্রধারী ১৫/২০ জন পাহাড়ি সন্ত্রাসী এসে কাজ বন্ধ করে দেয়। তারা এসে আমাদের গাছের সাথে বেঁধে মারধর করে। এতে সহকারী মিস্ত্রি মোঃ মাসুম গুরুতর আহত হন। সামনে চাঁদার টাকা না নিয়ে আসলে লাশ হয়ে ফেরত যেতে হবে বলে হুশিয়ারী দেয় আমাদের।’
উল্লেখ্য, উপজেলার গজালিয়া ইউনিয়নের কোলাইক্কা পাড়া অবস্থিত পাহাড়িকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মান কাজ চলছে। এলজিইডি’র বাস্তবায়নে ৫৭ লাখ টাকা ব্যয়ে কাজটি করছে বান্দরবানের ঠিকাদারী প্রতিষ্ঠান মি. ইউটি মং।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নেপিউ মুরুং বলেন, সন্ত্রাসীরা অধিকাংশ চাকমা। তাদের মধ্যে কয়েকজন মারমা রয়েছে। এরা জেএসএস গ্রুপের সদস্য।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।