শাকিল মুরাদ, বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের নালিতাবাড়ীর উপজেলা ভূমি অফিস সহকারি রহুল আমিনকে ২০ হাজার টাকা ঘুষসহ তার কর্মস্থল থেকে তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
দুদক সূত্রে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে দুদকের বিভাগীয় পরিচালক নাসির আনোয়ারের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসে দুদকের টিম অভিযান চালায়। এসময় অফিস সহকারী রহুল আমিন ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও তার কাছ থেকে ৪৯ হাজার ৩শ ১৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
দুদকের বিভাগীয় পরিচালক নাসির আনোয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুদক বাদী হয়ে নালিতাবাড়ী থানার দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয়েছে।