1. khandakarshahin@gmail.com : bangla :
  2. cmi.sagor@gmail.aom : cmi Sagor : cmi Sagor
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
বর্তমানকণ্ঠ :-
Welcome To Our Website...



রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা আওয়া­মী পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক হাজী আবদুল মু­নাফ স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯৯ Time View
DCIM100MEDIA

নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ­সৌদি আরব রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা আওয়া­মী পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক হাজীগন্জ উপজেলার কৃতি সন্তান হাজী আবদুল মু­নাফ স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিজান শুভের সভাপতিত্বে এবং সাধারণ­ সম্পাদক মোঃ শরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি­লেন, রিয়াদ আওয়ামী পরিষদের সহ-সভাপতি মোঃ ­আবদুল গফুর, প্রধান বক্তা ছিলেন, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান ­আমিন, প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সফি উল্লাহ্‌, সহ-সভা­পতি শাহজালাল, সৌদি আরব বাংলাদেশ ­মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ,­ এম আলমগির হোসেন, সাধারণ সম্পাদক আমির হো­সেন টারজান, রিয়াদ নাসিম শাখা যুবলীগের সভাপতি মোঃ আতিক খান, কোম্পানিগঞ্জ যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন জন্টু, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাবলু, ­মাজহারুল ইসলাম পলাশ, সাংগঠনি­ক সম্পাদক সুমন আহমেদ খান, প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী পরিষদের­ প্রচার সম্পাদক মোঃ আবু মুসা, উপ প্রচার সম্পাদক আহমদ উল্লাহ রাজু, অর্থ-সম্পাদক আক্তার হোসেন, শ্রম সম্পাদক বেলাল, সাংবাদিক সাগর চৌধুরি, মোঃ মাইনুল ইসলাম­, মোঃ আরব গনি, মোঃ জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন প্রমুখ ।

সভায় বক্তারা প্রয়াত হাজী আবদুল মুনাফের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের­ স্মৃতিচারন করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী পরিষদের­ ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ।

উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মুনাফ গত ৩ নভেম্বর ২০১৬ তারিখে কর্মরত অবস্হায় মৃত্যুবরন করেন । পরে ১৯ নভেম্বর ২০১৬ তারিখে বাংলাদেশে তার পারিবারিক কবরস্হানে তাকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান সম্পাদক
মফিজুল ইসলাম চৌধুরী সাগর

© All rights reserved © 2021 Jee Bazaar |
Theme Customized BY WooHostBD