
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : রোববার রাতে সৌদি আরব রিয়াদে কেক কেটে এমকে টেলিভিশন ডট নেট এর প্রতিষ্ঠাবার্ষিকী রিয়াদ বাথা আল আরাফাত সেন্টারে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হেদায়েত। এইচএম আলমগীর হোসেনের সভাপতিত্বে এমকে টিভির সৌদি আরব প্রতিনিধি আমির হোসেন টারজেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসকান্দার আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল বর্তমানকন্ঠের প্রধান সম্পাদক ও ডিবিসি নিউজ টিভির সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক সাগর চৌধুরী, জে টিভি সৌদি আরব ব্যুরো প্রধান মফিজুর রহমান কবির, এলবি২৪ নিউজ টিভির রিয়াদ প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভি সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, মাই, টিভি রিয়াদ প্রতিনিধি একে আযাদ লিটন ।
প্রবাসী কমিউনিটি ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শরিফ হোসেন, ডাক্তার জাহাঙ্গীর আলম বায়েজিদ, মোস্তফা কামাল, নিজাম উদ্দিন ঝন্টু, মাজহারুল ইসলাম পলাশ, ফয়েজ উদ্দিন লাবলু, মোঃ আবদুল জব্বার, মোঃ লোকমান হোসেন, লিটন উকিল, রেজাউল করিম, পলাশ শেখ, মনির হোসেন, আমিনুল ইসলাম সাব্বির, মোঃ নুরুল ইসলাম, জয়নাল আবেদিন প্রমূখ।
দেশের গন্ডি ফেরিয়ে প্রবাসের মাটিতে এমকে টেলিভিশন প্রবাসীদের কল্যাণে কাজ করবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা ।