
শেখ শফিকুর রহমান, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : সৌদি আরবের পবিত্র মক্কায় সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজের সাথে মতবিনিময় করেন সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ । গত ১৪ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার রাতে মক্কায় হোটেল হিলটনের হল রোমে এ সভা অনুষ্ঠিত হয় । উক্ত মতবিনিময় সভায় সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগের নেতা ও আওয়ামী পরিষদের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ । সভায় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন জেদ্দা ফ্রেন্ডস অফ বাংলাদেশের যুগ্নসম্পাদক শেখ শফিকুর রহমান, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, মক্কা যুবলীগের সহসভাপতি হাজী সুমন, যুবলীগের সহসভাপতি জুনেদ চৌধরী । এতে বক্তব্য দেন আওয়ামী পরিষদের যুগ্নসম্পাদক মোঃ ইকবাল, মক্কা যুবলীগের যুগ্নসম্পাদক আবু তৈয়ব , মক্কা আওয়ামী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, মক্কা আওয়ামী পরিষদের সহসভাপতি আব্দুল খালেক সহ আরো অনেকেই । সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে এতে প্রবাসীদের বেশির ভাগ অবদান আছে তাই প্রবাসীদের জন্য জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের অনেক মুল্যায়ন করেন, এবং প্রবাসীদের কাছে অনুরোধ করে তিনি বলেন কোনো প্রবাসী যাতে সৌদি আরবের আইন অমান্য না করেন সৌদি আরবের আইন মেনে চলার আহবান জানান ।