নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর গুলশানের নদ্দায় একটি বাসার সীমানা দেওয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (২ অক্টোবর) দুপুরে ৭৫ নদ্দা সিরাজ গার্ডেনের পাশে এই ঘটনা ঘটে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নদ্দা এলাকার সিরাজ গার্ডেনের পাশে একটি বাসার সীমানা প্রাচীর ভাঙার সময় চাপা পড়ে ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় আহত হয়েছেন একজন ফল ব্যবসায়ী। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।