শাকিল মুরাদ,বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে সেলিম মিয়া (৫৫) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ অক্টোবর রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা এ অর্থদন্ডের আদেশ দেন। সেলিমের বাড়ি উপজেলার আয়নাপুর গ্রামে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত গারো পাহাড়ের সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত রোববার বিকেলে সোমেশ্বরী নদী এলাকায় অভিযান চালান। এ সময় আদালত বালু মহাল ব্যবস্থাপনা আইন’২০১০ এর ৪ ধারা অনুযায়ী পরিবেশকে বিপর্যস্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের নির্দেশে সেলিম তাৎক্ষণিকভাবে এ টাকা পরিশোধ করেন। অভিযান পরিচালনাকালে ঝিনাইগাতী থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ সেলিম রেজা অর্থদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।