নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইতালির রোমে অনুষ্ঠিতব্য ‘চতুর্থ মিনিস্ট্রিয়াল মিটিং অন এগ্রিকালচারাল কমোডিটি মার্কেটস অ্যান্ড প্রাইজ অ্যাট এফএও’- এ যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন।
রবিবার (০২ অক্টোবর) সকালে তিনি রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সোমবার (০৩ অক্টোবর) রোমে এ মিটিং অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক জোসে গ্রাজিয়ানো দা সিলভার আমন্ত্রণে তিনি এ মিটিংয়ে যোগদান করছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘লং-টার্ম কমোডিটি প্রাইজ ট্রেন্ডস এন্ড সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’।
মিটিং সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, এসডিজি-২০৩০ দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ। কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের চাহিদা পূরণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সব বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত হবে এ সম্মেলনে।
এসডিজি-২০৩০ অর্জনের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপুল জনগোষ্টির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদিত খাদ্যপণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করা খুবই গরুত্বপূর্ণ বিষয়। এ মিটিংয়ে খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য উৎপাদন, বিপণন এবং মূল্য স্থিতিশীলতা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তাই বাংলাদেশের জন্য মিটিংটি ফলপ্রসু হবে। ৭ অক্টোবর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে মণন্ত্রণালয় থেকে জানানো হয়।