বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বাহুবলীর ২ এর অপেক্ষার অবসান হতে চলেছে খুব তাড়াতাড়িই৷ সম্প্রতি মুক্তি পেল ‘বাহুবলী দ্য কনক্লুশন’ এর অফিশিয়াল পোস্টার৷ পরিচালক এসএস রাজামৌলি নিজেই ট্যুইট করেছেন পোস্টার৷
পোস্টারে লেখা রয়েছে দর্শকদের বহু প্রতিক্ষিত সেই প্রশ্ন ‘Why Kattapa Killed Baahubali’ (কাটাপ্পা বাহুবলীকে কেন মেরে ছিল)৷
পাশাপাশি রাজামৌলি সিদ্ধান্ত নিয়েছেন শুটিং এর কিছু দৃশ্য জুড়ে প্রভাসের জন্মদিন ২২ অক্টোবরে ছবির প্রথম টিজার ইন্টারনেটে ছাড়বেন। এটাই হবে তার তরফ থেকে বাহুবলীর জন্মদিনের উপহার।
পরিচালক জানিয়েছেন টিজারটি আমাজন প্রাইমে লঞ্চ করা হবে৷ এখনও শ্যুটিং সহ ছবির দুটো গানের কাজও বাকি রয়েছে৷ পরিচালকের কথায় আর কিছুমাসের মধ্যেই শেষ হয়ে যাবে ছবির কাজ৷
‘বাহুবলী’-র ফার্স্ট পার্ট মুক্তি পেয়েছিল ২০১৫-তে। আর ছবিটি দারুণ সাফল্য পায় বক্স অফিসে, বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। করণ জোহরের পরিচালনায় ২০১৭-র ২৮ এপ্রিলে মুক্তি পাবে বাহুবলী ২।
