টাঙ্গাইল,বর্তমানকণ্ঠ ডটকম: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে বিপ্লব (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আরো তিন ডাকাতকে আটক করে পলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার রাত ৩টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বিপ্লব (৩৫)। তিনি খুলনার মহির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি কামাল হোসেন জানান, রাত ৩টার দিকে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শোলাকুড়া গ্রামের একটি বাড়িতে একটি ডাকাত দল হানা দেয়। এসময় ওই বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। লোকজনের গণপিটুনিতে বিপ্লব গুরুতর আহত হয়।
তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পালানোর সময় ডাকাত দলের অপর তিনজনকে আটক করে এলাকাবাসী।
মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
এসময় ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।