রায়হান সরকার রবিন,বর্তমানকণ্ঠ ডটকম: আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে ২৩০ শারদীয়া পুজা মন্ডপে আইন শৃংখলার উন্নয়নে উপজেলা পুজা উৎযাপন পারষদের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, ওসি তদন্ত এস এম মো. তুহিন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু পিযুয কান্তি সাহা নন্দ, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট রুমানা ইয়াসমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও প্রধান অতিথি মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ।