শাকিল মুরাদ: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আইইউসিএনের এলিফ্যান্ট রেসপন্স টিম বন বিভাগের কাছে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্কে বাংলাদেশ বন বিভাগ ও আইইউসিএনের আয়োজনের ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন সংরক্ষক অবনি ভূষণ ঠাকুর, ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, আইইউসিএনের বাংলাদেশের প্রোগ্রাম কোর্ডিনেটর মো. ইরফানুল্লাহ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন প্রমুখ।
আলোচনায় বক্তরা বলেন, মানুষ-হাতি সংঘাত নিরসন লক্ষে সরকারি ও বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। এই সংঘাত বন্ধের জন্য শেরপুরে একশো একর বাগান তৈরি, সোলার শক সিস্টেম, এলাকাবাসীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাই সকলের ঐক্যের মাধ্যমে মানুষ-হাতি সংঘাত নিরসন করা সম্ভব।
উল্লেখ্য, বাংলাদেশ বন বিভাগ ও আইইউসিএন বাংলাদেশের হাতি প্রবন এলাকাগুলোতে মানুষ-হাতি সংঘাত নিরসনকল্পে এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়। হাতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও হাতি রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করতে শেরপুরে ২৩টি এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করে যাচ্ছে।