আতিক,বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজারের আদিব ডাইং কারখানার সামনে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
৩ অক্টোবর সোমবার বেলা আড়াইটার দিকে এঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, বেলা আড়াইটার দিকে বালু ভর্তি একটি ডাম্প ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপভ্যানের সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে পেছন থেকে একটি মাইক্রোবাস মিনি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। এঘটনায় দুই জন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়।