
ক্রীড়া প্রতিবেদক: নিজেকে বরাবরই সেরা প্রমাণ করে এসেছেন সাকিব আল হাসান। দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে স্পর্শ করেছেন বিভিন্ন ধরনের রেকর্ড। বর্তমানে আরেকটি অনন্য মাইলফলকের কিনারে এসে দাঁড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট-শিকারি হতে মাত্র এক উইকেট পিছিয়ে আছেন তিনি।
পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ওয়ানডেতে তার মোট উইকেটের সংখ্যা ২০৭। সাকিব এখন পর্যন্ত নিয়েছেন ২০৬টি।
রাজ্জাককে ছাড়িয়ে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেট-শিকারি বনে যাওয়াটা অবশ্য কঠিন কিছু নয় সাকিবের জন্য। রোববার থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে টাইগাররা। সব ঠিক থাকলে হয়তো প্রথম ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলবেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।