রাজশাহী,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার বাঘা উপজেলার হরিরামপুর এলাকায় ৪২০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
মঙ্গলবার (০৪ অক্টোবর) বিজিবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বাঘার আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ফলে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।
আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে বলে জানায় বিজিবি।