লক্ষন বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীর বীরপুরে কৃতি সন্তান সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন। আজ সোমবার বিকেলে বীরপুর গ্রামবাসী সেবাব্রতী সংঘের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা পূজা উদযাপন পরিয়দের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রফেসর সূর্যকান্ত দাস এবং মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে বীরত্বের পরিচয় দেওয়ায় বাবু কেশব চন্দ্র দাসকে গ্রামবাসী এই সংবর্র্ধনা প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বীরপুর সেবাব্রতী সংঘের সাধারণ সম্পাদক জ্যোতিরাম দাস (মাস্টার) এবং সর্ব প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করেন। সবাই দাড়িয়ে জাতীয় সংগীতকে সম্মান প্রদশন করেন। উক্ত অনুষ্ঠানে বীরপুর সেবাব্রতী সংঘের সভাপতি মহানন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এ.কে.এম ফজলুল হক লিটন, নরসিংদী জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা সহ গ্রামবাসীবৃন্দ।