মনপুরা (ভোলা),বর্তমানকণ্ঠ ডটকম: ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলীচর সংলগ্ন মেঘনায় বজ্রপাতে মাছ ধরা ট্রলারের দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরো দুই জেলে লালমোহন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার জানান, সোমবার রাতে আ. জলিল মিস্ত্রি (৬৫), মো. শাকিল (১৮), শরিফ ও ছলেমান কলাতলী সংলগ্ন মেঘনায় মাছ ধরার জন্য যায়। গুড়ি গুড়ি বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ ট্রলারে একটি বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলেই আ. জলিল মিস্ত্রি ও সাকিল নামে দুই জেলের মৃত্যু হয়। এ সময় আরো দুই জেলে আহত হন।
অপর দিকে বজ্রপাতের আঘাতে শরিফ ও ছলেমান নামে দুইজন গুরুতর আহত হন। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলীচরের বাসিন্দা।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।