রায়পুর (লক্ষ্মীপুর),বর্তমানকণ্ঠ ডটকম: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের এক এসপির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেন্ট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (বিপিএম) লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তার বাবা-মাকে বেঁধে মারধর করে। এবং তিন-চার ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় মামলা হবে। জড়িতদের আটকে চেষ্টা চলছে।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আসম মাহাতাব ঘটনাস্থল পরির্দশন করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।