রায়হান সরকার রবিন,বর্তমানকণ্ঠ ডটকম: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ বছর সর্বাধিক ২৩০টি মন্ডপে শারদীয়া দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন জানিয়েছেন। প্রতিটি পাড়া মহল্লায় প্রতিমা তৈরী এবং উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। গত শুক্রবার প্রতিটি পুজা মন্ডপে মহালয়া পুজা ও চন্ডি পাঠের মধ্য দিয়ে শারদীয়া দুর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ক্লাব, মন্দির এবং বাসা বাড়ির মন্ডপের প্রতিমায় চলছে শেষ মুহর্তে রং তুলির আচর। আজ মঙ্গলবার উপজেলার বেশ কয়েকটি পুজা মন্ডপ ঘুরে দেখা গেছে, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা তৈরীর কারীগররা মনের মাধূরী দিয়ে প্রতিমা তৈরী ও রং তুলির আচর দিতে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় সুত্র জানান, এবার টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ১০০৮ টি মন্ডপে শারদীয়া দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে মধ্যে মির্জাপুরে সর্বাধিক ২৩০ টি মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার মহেড়া, জুমর্কি, ফতেপুর, বানাইল, আজগানা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের পুজা মন্ডপগুলোতে চলছে উৎসবের আমেজ। এ বছর সবচেয়ে বেশী প্রতিমা তৈরী করেছে পৌরসভা।
পুলিশ সুত্র জানান, আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়া হবে পূজা মন্ডপগুলোতে। টাঙ্গাইল জেলা তথা মির্জাপুর উপজেলার সর্ব বৃহৎ পুজা মন্ডপ রনদা নাট মন্দির এবং রনদা প্রসাদ সাহার নিজ বাড়িতে পুজা দেখতে আসবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, মার্কিন রাষ্ট্রদুত, জাপানি এম্বাসিডর, নেপাল, ভুটান, ইউরোপিও ইউনিয়নের প্রতিনিধিদলসহ বাংলাদেশের মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন মন্ত্রী , এমপি ও প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ভিআইপিদের নিরাপত্তার জন্য সকল প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
কুমুদিনী কল্যাণ সংস্থার শিক্ষা পরিচালক প্রতিভা মুৎসুদ্দি ও হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন, রনদা প্রসাদ সাহার পুজা মন্ডপে তিন দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভারতেশ্বরী হোমস, নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং সাহাপাড়ার শিল্পীরা মনোজ্ঞ নাচ, গান ও আলতি দেবেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম আহমেদ জানিয়েছেন, পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ২৩০টি মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূঁজা মন্ডপে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন মাইন বলেন, আগামী ৬ অক্টোবর থেকে প্রতিটি মন্ডপে মুল পুজা শুরু হবে। মির্জাপুর উপজেলায় প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া মন্ডপে মন্ডপে থাকবে বিভিন্ন কমিটির লোকজন।