এম এ রহিম,বর্তমানকণ্ঠ ডটকম: যশোরের আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে বুধবার সকালে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ৫নারী সহ ২৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। তাদের বাড়ি যশোর,ফরিদপুর,নড়াইল,বরিশাল জেলায়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। তাদেরকে বুধবার দুপুরে যশোর কোট হাজতে প্রেরন করেন পোর্ট থানা পুলিশ।
বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ ওয়াফি জানান, পাসপোর্ট ভিসা ছাড়া বেনাপোলের গাতিপাড়া সীমান্তে দিয়ে সকালে বেশ কিছু নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করে। সঙ্গীয় ফোর্সসহ সীমান্তে অভিযান চালিয়ে ২৩জন পুরুষ ও ৫ মহিলাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই সুজিত