আতিকুর রহমান আতিক,বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর সাজেদুল মন্ডল (২৮) নামে এক যুবকের উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
৫ অক্টোবর বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার রেললাইনের পাশে একটি পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে সুজন মিয়া নামে এক রিকশা চালককে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সাজেদুল মন্ডল দিনাজপুরের পারকপুর থানার জোড়াল এলাকার বাবুল মন্ডলের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় তমছের আলীর বাড়িতে সপরিবারে ভাড়া থেকে বাবার সঙ্গে স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে কয়েকজন যুবক টেইলার্স থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রেললাইনের পাশে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের বাবা বাবলু মন্ডল ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজেদুল মন্ডলকে পূর্ব শত্রুতার জের ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার গলায় ও বুকে আঘাতে চিহ্ন রয়েছে।