নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: কুষ্টিয়া সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন । নিহতরা হলেন, সদর উপজেলার ঝাউনিয়া গ্রামের ঈমান আলী ও সাহাবুদ্দিন।
শনিবার সকালে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বখতিয়ার হোসেন এবং ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কেরামত আলীর সমর্থকগোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানায়, ঝাউনিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান বখতিয়ার হোসেনের লোকজন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান কেরামত আলীর লোকজনের উপর অতর্কিতে হামলায় চালায় এবং গুলি বর্ষণ করে। এ সময় কেরামত আলীর সমর্থক ঈমান আলী ও সাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই ঈমান আলী নিহত হন। সাহাবুদ্দিনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় পিসিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।