শাকিল মুরাদ,বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরে সড়ক দুর্ঘটনায় জিয়াউল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ৫ অক্টোবর বুধবার বিকেলে সদর উপজেলার ভীমগঞ্জ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল রৌহা ইউনিয়নের রামজগনাথ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। জানা যায়, বুধবার বিকেলে শেরপুর আদালত থেকে হাজিরা দিয়ে সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে ভীমগঞ্জ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে সংঘর্ষ ঘটে। এতে জিয়াউল হক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিয়াউলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাকান্দি এলাকায় মারা যায় সে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।