বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ, ৬ অক্টোবর উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে ‘থিয়েটার ৫২’ প্রযোজিত প্রথম নাটক ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’।
নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। নাটকটি এক যুদ্ধ শিশুকে কেন্দ্র করে আবর্তিত হলেও প্রতিটি চরিত্রই বাংলার সাধারণ গ্রামীণ মানুষের প্রতিনিধিত্ব করে।
‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’তে অকাল প্রয়াত প্রাচ্যনাটের সদস্য রিঙ্কন সিকদারের ‘যাইবার আগে যাও বলে যাও’ গানটি ব্যবহার করা হয়েছে। সঙ্গীত প্রক্ষেপনে আব্দুল্লাহ আল রুম্মান, কোরিওগ্রাফিতে আছেন কামরুল হাসান ফেরদৌস, রবিন বসাক ও নূরে খোদা মাসুক সিদ্দিক। পোশাক ডিজাইন করেছেন আফসান আনোয়ার।
নাটকটির সেট ও লাইট ডিজাইন করেছেন পলাশ হেনড্রি সেন। প্রপসে আছেন পলাশ হেনড্রি সেন ও রবিন বসাক। সঙ্গীত পরিচালনায় এবিএস জেম। কন্ঠ দিয়েছেন চেতনা রহমান ভাষা, গোপী দেবনাথ, সুরভী রায়, মো. নজরুল ইসলাম, রতন হক ও জয়িতা মহলানবীশ। গানে সুর করেছেন রতন হক।
নাটকটিতে অভিনয় করেছেন নূরে খোদা মাসুক সিদ্দিক, রবিন বসাক, সঙ্গীতা চৌধুরী, শিবাণী কর্মকার শিলু, রতন হক, মো. নজরুল ইসলাম, সন্ধ্যা হক, অনার্য অনির্বাণ, মিজানুর রহমান, আদিব মজলিশ খান, নুসরাত তুবা, হুমায়রা শারিকা প্রমুখ।