বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: সর্বশেষ ইমরানকে তার ভৌতিক ছবি ‘রাজ রিবুট’-এ দেখা গেছে নেতিবাচক চরিত্রে। ভৌতিক অভিব্যক্তি দিয়ে সাফল্যের সাথেই নিজেকে এই চরিত্রে ফুটিয়ে তুলেছেন। তবে সম্প্রতি তার এক ফটোশুট চমক লাগিয়ে দিয়েছে সমগ্র বলিউড পাড়ায়।

আসন্ন হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে ভারতের বিনোদনমূলক ম্যাগাজিন এফএইচএম-এর কভার স্টোরির জন্য ফটোশুট করেলন এই সিরিয়াল কিসার খ্যাত তারকা। আর এই ফটোশুটের বিষয় ছিল হলিউডের বিখ্যাত চার কিংবদন্তী ভিলেন।

এই ফটোশুটে তিনি নিজেকে সাজিয়েছিলেন হুবহু সেই জনপ্রিয় ভিলেনদের বেশভূষায়। এমনকি তাদের মত অঙ্গভঙ্গি করেই ছবি তোলেন তিনি।
তাকে দেখা গিয়েছিল ‘জোকার’ চরিত্রে। যেখানে জোকারের সাজে ইমরানকে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট’ ছবিতে এ চরিত্রে অভিনয় করা হিথ লেজারের মতোই লাগছে।
অন্য তিন ভিলেন হলো-‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ও ‘হ্যানিব্যাল’ ছবি খ্যাত প্রফেসর হ্যানিব্যাল লেক্টার, ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের ওয়াল্টার হার্টওয়েল হোয়াইট হেইজেনবার্গ এবং ‘টোয়াইলাইট’ সিরিজের ভলটারির চরিত্রটি।
ফটোশুটে তার সঙ্গে ছিলেন মডেল ইলেনা রোক্সানা মারিয়া ফার্নান্ডেজ।