স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের আশা জাগিয়ে ২১ রানে হেরেছে বাংলাদেশ। ইংলিশদের দেয়া ৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
ইমরুল কায়েসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের অর্ধশতকে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু
ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ফিরে গেছেন সাকিব ও মোসাদ্দেক ফিরে গেলে ছন্দপতন ঘটে।
সাকিব-মোসাদ্দেক আউট হওয়ার পর দ্রুত ফিরে যান অধিনায়ক মাশরাফি। আসার আলো দেখানো বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসও ৪৫তম ওভারে আদিল রশিদের বলে ১১২ রান করে ফিরে গেছেন। তার আউটের পর রান আউট হয়ে ফিরে গেছেন শফিউল ইসলাম।
ইনিংসের ৪৭তম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদ উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেলে ২৮৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে ৪০ বলে ফিফটি করা সাকিব শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৯ রান করে ফিরে গেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে (১১২ রান) করছেন ইমরুল কায়েস ।
রিয়াদ সেট হয়ে আউট হওয়ার পর মুশফিকুর রহিমও আদিল রশিদের করা ইনিংসের ২৭তম ওভারের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে ফিরে যান। আউট হওয়ার আগে ১২ বলে ১২ রান করেছেন তিনি।
এ ম্যাচে ওপেনার ইমরুল কায়েসের অধর্শতকে ভর করে ১৮ ওভারে ১০০ রান পূর্ণ করে বাংলাদেশ। আদিল রশিদের করা ২৩তম ওভারের তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন রিয়াদ। আউট হওয়ার আগে ২৬ বলে ২৫ রান করেন তিনি।
জেক বলের করা ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে বাউন্ডারি সীমানায় উইলির সুপার ক্যাচে ব্যক্তিগত ১৮ রান করে ফিরে গেছেন সাব্বির রহমান।
এর আগে ইনিংসের ১০ম ওভারের পঞ্চম বলে জেক বলকে উড়িয়ে মারতে গিয়ে মিডঅনে ধরা পড়েন তামিম। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৭ রান।
টসে জিতে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড বেন স্টোকসের সেঞ্চুরি ও বেন ডাকেট ও অধিনায়ক জস বাটলারের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান করে।
এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দুই ওপেনার জেসন রয় ও জেমস ভিন্স উদ্বোধনী জুটিতে করেন ৪১ রান। নিজের চতুর্থ ও ইনিংসের অস্টম ওভারের দ্বিতীয় বলে জেমস ভিন্সকে মাশরাফির ক্যাচ বানিয়ে ফেরান শফিউল ইসলাম। ১২ওভারের দ্বিতীয় বলে জেসন রয়কে (৪১) সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফেরান সাকিব আল হাসান। এরপর দলীয় ৬৩ রানের মাথায় মোসাদ্দেকের করা ইনিংসের ১৩তম ওভারের তৃতীয় বলে জনি বেয়ারস্টোকে সরাসরি থ্রোতে রান আউট করেন সাব্বির রহমান। ফলে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড।
কিন্তু চতুর্থ উইকেট জুটিতে অভিষিক্ত বেন ডাকেটকে নিয়ে ১৫৩ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন বেন স্টোকস। ডাকেট ইনিংসের ৩৯তম ওভারের শেষ বলে দলীয় ২১৪ রানের মাথায় শফিউলের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৭৮ বলে করেন ৬০ রান।
তবে দুইবার জীবন পাওয়া বেন স্টোকস ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। তাসকিন আহমেদের করা ইনিংসের ৩১তম ওভারের দ্বিতীয় বলে বেন স্টোকসের ক্যাচ ফেলেন রিয়াদ। তার পরের ওভারে মাশরাফির বলে ডাকেটের সহজ ক্যাচ ফেলেন মোশাররফ হোসেন রুবেল। মাশরাফির বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৮ চার ও ৪ ছক্কার সাহায্যে ১০১ রান করেন তিনি। ৪৪তম ওভারের শেষ বলে মঈন আলিকেও ফেরান মাশরাফি। দলীয় ২৪৫ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬ রান করেন এ ব্যাটসম্যান।
শেষ দিকে অধিনায়ক জস বাটলারের ৩৮ বলে ঝড়ো ৬৩ রানের সুবাদে ৩০৯ রান করতে সমর্থ হয় ইংল্যান্ড।
বাংলাদেশের বোলারদের হয়ে অধিনায়ক মাশরাফি, পেসার শফিউল ইসলাম ও স্পিনার সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন।
এই ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র পরিবর্তন ফর্ম হারিয়ে নিজেকে খোঁজা সৌম্য সরকার। আজ তার জায়গায় ওপেনিংয়ে তামিমকে সঙ্গে দেবেন ইমরুল কায়েস।