নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: পর্যবেক্ষণ করতে চিকিৎসকদের নেয়া ৭২ ঘণ্টা সময় শেষে আজ শনিবার খাদিজার শারীরিক অবস্থা জানাবেন চিকিৎসকরা।
রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকা খাদিজা ভেন্টিলেটর মেশিনের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘খাদিজাকে পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা সময়সীমা শুক্রবার বিকেল ৫টায় শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। যেহেতু অবস্থার অবনতি হয়নি, তাই বলা যায় কিছুটা ইতিবাচক। আজ তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
এদিকে শুক্রবার দুপুরে খাদিজার বড় ভাই শাহিন আহমেদ সাংবাদিকদের জানান, আরও দুই থেকে তিন দিন খাদিজাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন বলে তাদের জানানো হয়েছে।
তিনি বলেন, ‘খাদিজার অবস্থা অপরিবর্তিত। তবে তার ডান পা একটু নড়তে দেখা গেছে। তাই আমরা আশাবাদী কোনো ভালো সংবাদ আসবে। সেজন্য আরও সময় লাগবে বলে চিকিৎসকরা তাদের বলেছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজাকে নিয়ে গুজবের সমালোচনা করে শাহিন আরও বলেন, ‘ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু মিডিয়া খাদিজা মারা গেছে-এমন ভুল সংবাদ দিচ্ছে।’
উল্লেখ্য, সিলেট মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। গত সোমবার পরীক্ষা দিতে তিনি সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
মঙ্গলবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর খাজিদাকে লাইফ সাপোর্টে রাখা হয়।