
নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: একদিনে দেশের পৃথক ৩টি ‘আস্তানায়’ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মোট ১১ জঙ্গি নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন- আকাশ নামে নিহতদের একজন নব্য জেএমবির ঢাকার বিভাগীয় কমান্ডার। রাজধানী ঢাকার কাছে গাজীপুরের দুই এলাকায় এবং টাঙ্গাইলে একটি অভিযান চালানো হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গাজীপুরের পাতারটেকে চালানো অভিযানে মোট ৭ জন, হারিনালে ২ জন এবং টাঙ্গাইলে আরও ২ জন নিহত হয়।
তিনটি স্থানেই প্রায় একই সময়ে এই অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা এসব আস্তানায় শনিবার (০৮ অক্টোবর) সকাল থেকে অভিযান শুরু করে। অভিযানে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট এবং বিশেষ বাহিনী র্যাবের সদস্যরা অংশ নেয়।
তিনি বলেন, নারায়ণগঞ্জে চালানো অভিযানে তামিম চৌধুরী নিহত হওয়ার পর আজকের অভিযানে নিহত আকাশের নেতৃত্বেই জঙ্গিরা সংগঠিত হচ্ছিলো। অভিযানে অংশগ্রহণকারী পুলিশের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, দুর্গাপূজা ও আশুরাকে সামনে রেখে জঙ্গিরা হামলা চালানোর পরিকল্পনা করছিলো বলে তারা ধারণা করছেন।
পুলিশ বলছে, অভিযানের সময় সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু এসময় তারা বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা’ সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে ৭ জঙ্গি নিহত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গাজীপুরে যে স্থানটিতে র্যাবের অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন, তার আধা কিলোমিটারের মধ্যে আরেকটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ওই সাত জঙ্গি নিহত হয়েছেন। সকালে প্রায় একই সময় গাজীপুরের দুটি স্থানে জঙ্গি আস্তানায় র্যাব-পুলিশের অভিযান চালানো হয়। একই সময়ে টাঙ্গাইলে র্যাবের আরেক অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন।
ভোরে হারিনালে র্যাবের অভিযানের পর বেলা পৌনে ১১টার দিকে নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বিকালে অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।