1. khandakarshahin@gmail.com : bangla :
  2. cmi.sagor@gmail.aom : cmi Sagor : cmi Sagor
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
বর্তমানকণ্ঠ :-
Welcome To Our Website...



মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে সমতায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ২০০ Time View

14814_00000স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার অলরাউন্ড নৈপুণ্যে দাপুটে জয়ের মাধ্যমে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে সমতায় ফিরেছে মাশরাফি বাহিনী। বাংলাদেশের দেয়া ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২০৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।

শেষ দুেই ব্যাটসম্যান আদিল রশিদ ও জ্যাক বল শেষ উইকেট জুটিতে ৪৬ রান করে বাংলাদেশের জয়কে কিছুটা বিলম্বিত করেছে। তবে ইনিংসের ৪৫তম ওভারের চতুর্থ বলে জ্যাক বলকে নাসির হোসেনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছে ম্যাশ। এ ম্যাচে ব্যাট হাতে ৪৪ রান করার পর বল হাতে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছে মাশরাফি।

এরআগে নিজের প্রথম ও ইনিংসের ৩৯তম ওভারের তৃতীয় বলে ডেভিড উইলিকে ফিরিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত। তার আগে বিপজ্জনক জস বাটলার ও বেয়ারস্টোর পর ইনিংসের ৩০তম ওভারের প্রথম বলে ক্রিস ওকসকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তাতেই জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। আউট হওয়ার আগে ৯ বলে ৭ রান করেন ওকস। এর আগের ওভারে ৫৭ বলে ৫৭ রান করা ইংলিশ অধিনায়ককে ফেরান তাসকিন। তার আগের ওভারে সাকিব আল হাসানের দারুণ ক্যাচে নাসির হোসেনের করা ইনিংসের ২৭তম ওভারের দ্বিতীয় বলে ফিরে গেছেন মঈন আলি। আউট হওয়ার আগে ১০ বলে ৪ রান করেন তিনি।

দ্রুত চার উইকেট হারানোর পর ইংল্যান্ডের ইনিংসে প্রতিরোধ গড়া জনি বোয়ারস্টো ও জস বাটলারের জুটি ভেঙেছেন পেসার তাসকিন আহমেদ। খেলার ২৪তম ওভারের তৃতীয় বলে বেয়ারস্টোকে মুশফিকের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তাসকিন।

এর আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ট্রিপল আঘাতে খেলায় ফেরে বাংলাদেশ। ইনিংসের ১০ম ওভারের চতুর্থ বলে গত ম্যাচের সেঞ্চুরিয়ন বেন স্টোকসকে সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন মাশরাফি। এর আগে ইনিংসের ৮ম ও নিজের চতুর্থ ওভারে বিপজ্জনক ওপেনার জেসন রয়কে ফিরিয়েছেন মাশরাফি।

ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে বেন ডাকেটকে শূন্য রানে বোল্ড করে ফিরিয়েছেন সাকিব। এর আগে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বিপজ্জনক ওপেনার জেমস ভিন্সকে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মাশরাফি। আউট হওয়ার আগে ১০ বলে ৫ রান করেন এ ইংলিশ ওপেনার।

সিরিজ নির্ধারনী এ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতক ও অধিনায়ক মাশরাফির ঝড়ো ৪৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করে বাংলাদেশ।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস (১১) ও তামিম ইকবাল (১৪) রান করে আউট হলে সাব্বির রহমানও অতি রক্ষণশীল হয়ে খেলতে গিয়ে দলীয় ৩৯ রানের মাথায় আউট হয়ে ফিরে যান। জ্যাক বলের করা ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে ব্যাটের কোনায় লেগে বোল্ড হয়ে যান সাব্বির। আউট হওয়ার আগে ২১ বলে করেছেন ৩ রান।

চতুর্থ উইকেট জুটিতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অর্ধশত রানের জুটি গড়ে দলীয় ৯৬ রানে ফিরে যান মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে ২৩ বলে করেন ২১ রান।

সাকিব আল হাসানও দলীয় ১১৩ রানের মাথায় ব্যক্তিগত ৩ রান করে ফিরে যান। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে অর্ধশত রানের জুটি গড়েন রিয়াদ। দলের অন্য ব্যাটসম্যানরা যাওয়া আসা করছিলেন তখন এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছিলেন রিয়াদ। কিন্তু তিনিও আদিল রশিদের করা ইনিংসের ৪০তম ওভারের চতুর্থ বলে লেগ বিফোর হয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান। আউট হওয়ার আগে ক্যারিয়ারের ১৬তম ফিফটি (৭৫) করেছেন রিয়াদ। ৮৮ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদের পর মোসাদ্দেক হোসেন সৈকতকেও ফেরান আদিল রশিদ। ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে মঈন আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৈকত। আউট হওয়ার আগে ৪৯ বলে করেন ২৯ রান। দলীয় ১৬৯ রানে ৭ উইকেট হারিয়ে যখন ধুঁকছে বাংলাদেশে তখন ত্রাতা হয়ে দাঁড়ান অধিনায়ক মাশরাফি। ৫০তম ওভারের পঞ্চম বলে অস্টম ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়ে ফেরার আগে করেন ২৯ বলে ৪৪ রান। ৩ ছয় ও ২ চারের সাহায্যে এ রান করেন তিনি।

ইংলিশ বোলারদের হয়ে ক্রিস ওকস, আদিল রশীদ ও জ্যাক বল ২টি করে উইকেট নেন।

প্রসঙ্গত, সিরিজে প্রথম ওয়ানডেতে ২১ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। এ ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে সফরকারিদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান সম্পাদক
মফিজুল ইসলাম চৌধুরী সাগর

© All rights reserved © 2021 Jee Bazaar |
Theme Customized BY WooHostBD