স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ক্যারিয়ারের শুরুতে নিয়মিত লেগ স্পিন করলেও জাতীয় দলে যোগ দেয়ার পর নিজেকে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই পরিচিত করেছেন সাব্বির রহমান। তবে বল হাতে এখনও যে তিনি জ্বলে উঠতে পারেন, বিপক্ষের ব্যাটসম্যানদের মরণকামড় হয়ে উঠতে পারেন তারই প্রমাণ দিলেন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।
শনিবার (১৫ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ ওভারের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন সাব্বির। টেস্টে অন্যতম সেরা ইংলিশ ব্যাটসম্যান জো রুটের উইকেটটিও শিকার করেন এই উদীয়মান ক্রিকেটার।
টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড নির্ধারিত ৪৫ ওভারে ৩ উইকেটে করে ১৩৭ রান। ৯ ওভার বল করে সাব্বির ৩ উইকেট নিয়েছেন ২৭ রান দিয়ে।
এদিকে ইংল্যান্ডের দেয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ১৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান। শাহরিয়ার নাফিস ৩২ ও সৌম্য সরকার ২২ রান নিয়ে ব্যাট করছেন।