গাজীপুর,বর্তমানকণ্ঠ ডটকম: টঙ্গীর বিসিক শিল্প নগরীর টেম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দু’জনের মরদহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান। এ নিয়ে টেম্পাকোর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮ এ।
গত ১০ সেপ্টেম্বর টেম্পাকোতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ও ভবন ধ্বসে ৩৮ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৪০ জন। এখনও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।
এ ঘটনায় কারখানার মালিক সিলেট বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।