নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপকালে ৫টি প্রস্তাব পেশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে প্রস্তাবগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এরশাদ। এ সময় এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার দ্বিতীয় ধাপে এ বৈঠক হয়।
জাপার ৫ প্রস্তাবের মধ্যে রয়েছে- নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখা; সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগসংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন; নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় গঠনের জন্য আইন করে বর্তমান সংসদেই তা পাস; নির্বাচন কমিশনারদের অন্য অফিসে নিয়োগে বিধিনিষেধ আরোপ এবং তাদের ন্যূনতম ও সর্বোচ্চ বয়স নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনারদের নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, নির্বাচনসংক্রান্ত বিষয় জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয় না থাকা নিশ্চিত করা।
এর আগে আলোচনা ফলপ্রসূ হওয়ার আশা প্রকাশ করেছিলেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিরোধীদলীয় নেতা ও পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন, সালমা ইসলাম, দেলোয়ার হোসেন, এস এম ফয়সাল চিশতি, তাজ রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, খালেদ আক্তার ও বিরোধীদলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
আগামী ফেব্রুয়ারিতে এ কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবে, তার অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।
এবার রাষ্ট্রপতি আবদুল হামিদও ‘সার্চ কমিটি’ করে নতুন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন।
আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটি পার্টি (এলডিপি) ও সাড়ে ৪টায় কৃষক-শ্রমিক জনতা লীগ এবং বৃহস্পতিবার বিকেল ৩টায় সরকারের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাষ্ট্রপতির।
এদিকে গত ১৮ ডিসেম্বর সংলাপের প্রথম ধাপে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। বৈঠক শেষে বিএনপি নেতৃবৃন্দ রাষ্ট্রপতির ওপর আস্থা জ্ঞাপন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির মহৎ উদ্যোগের কথা তুলে ধরেন।